প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৬:২৮ এ.এম
রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি চাঁন সওদাগর আটক, অস্ত্র ও মাদক উদ্ধার
বেলাল হোসেন বুর্যো চিফ রাজশাহী
শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩ নং ওয়ার্ড সভাপতি চাঁন সওদাগর কে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী।
শনিবার গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সওদাগর সহ তার সহযোগীদের অস্ত্র সহ আটক করে সেনাবাহিনী।
পরে তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে চিহ্নিত সন্ত্রাসী চাঁন সওদাগর বিরুদ্ধে ১৮টি মামলা, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একাধিক চার্জ রয়েছে।
রাজশাহী জেলার পবা উপজেলার নওদাবিল গ্রামের বাসিন্দা চিহ্নিত অপরাধী মোঃ চাঁন সওদাগরের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা যায়, চাঁন সওদাগর। (পিতা: মোঃ আবু রউফ মিস্ত্রি) দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইনসহ গুরুতর অপরাধ।
বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার সংক্ষিপ্ত বিবরণ:
পুলিশের নথি অনুযায়ী চন সরদারের বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া, বোয়ালিয়া, শাহ মখদুম ও মতিহার থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
(J2D39) মোঃ চাঁন সওদাগর (৩৩), পিতা- মোঃ আঃ রউফ হেমিন্টু, স্থায়ী: গ্রাম- নতুন বিল
সিমলা, উপজেলা/থানা- রাজপাড়া, জেলা-রাজশাহী, বাংলাদেশ:
১। (1AE3Q) আরএমপি এর রাজপাড়া থানার, এফআইআর নং-৩১/২৭২, তারিখ- ২৬ আগস্ট, ২০২০; জি আর নং- ২৭২, তারিখ- ২৬ আগস্ট, ২০২০; সময়- ০৮.৩০ ঘটিকায় ধারা- ৩৯২ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত - চার্জশীট :-১৯৩, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
২। (2PTHF) আরএমপি এর বোয়ালিয়া থানার, এফআইআর নং-৯৯, তারিখ- ২৬ ডিসেম্বর, ২০১৭; সময়- ১২.১০ ঘটিকা ধারা- ১৯(১) ১৮৭৮ সালের অস্ত্র আইন; এজাহারে অভিযুক্ত।
৩। (2PTHC) আরএমপি এর বোয়ালিয়া থানার, এফআইআর নং-৯৮, তারিখ- ২৬ ডিসেম্বর, ২০১৭; সময়- ১২.০৫ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত।
৪। (27AU4) আরএমপি এর রাজপাড়া থানার, এফআইআর নং-৩২, তারিখ- ২১ ডিসেম্বর, ২০১৫; সময়- ০২.৩০ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত।
৫। (XU6D) আরএমপি এর রাজপাড়া থানার, এফআইআর নং-১৯, তারিখ- ১৬ অক্টোবর, ২০১৪; সময়- ধারা-
৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত।
৬। (TVG4) আরএমপি এর রাজপাড়া থানার, এফআইআর নং-২৪, তারিখ- ১৮ ফেব্রুয়ারি, ২০১৪; সময়- ধারা- ১৯(a) ১৮৭৮ সালের অস্ত্র আইন; অভিযোগ পত্রে অভিযুক্ত (তদন্তে প্রাপ্ত)।
৭। (7PUM) আরএমপি এর রাজপাড়া থানার, এফআইআর নং-৩১, তারিখ- ২৬ আগস্ট, ২০১১; সময়- ধারা- ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত -
৮। (9KKU) আরএমপি এর রাজপাড়া থানার, এফআইআর নং-৩৫, তারিখ- ২৬ ফেব্রুয়ারি, ২০১১; সময়- ধারা- ৩৮৫/৩৪১/৩২৬/৩০৭/৫০৬/১০৯ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত -
৯। (272EB) আরএমপি এর রাজপাড়া থানার, এফআইআর নং-২৪, তারিখ- ১৭ সেপ্টেম্বর, ২০১০; সময়- ধারা-
৩৮৫/৩২৩/৩২৪/৩০৭ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত -
১০। (23BWN) আরএমপি এর রাজপাড়া থানার, এফআইআর নং-৩, তারিখ- ০৬ মার্চ, ২০০৮; সময়- ০০.৪৫ ধারা- ৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত
১১। (14AHQ) আরএমপি এর রাজপাড়া থানার, এফআইআর নং-৩৯/৩৯৭, তারিখ- ১৭ জুলাই, ২০১৯; সময়- ১১.৫০ ধারা- ৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এজাহারে অভিযুক্ত ১২। (9CBK8) আরএমপি
এর রাজপাড়া থানার, এফআইআর নং-১২, তারিখ- ২৮ জুলাই, ২০২৩; জি আর নং-১৩৭, তারিখ- ২৮ জুলাই, ২০২৩; সময়- ২২.১৫ ধারা- 15(3) The Special Powers Act, 1974;
১৩। (9HPQP) আরএমপি এর বোয়ালিয়া থানার, এফআইআর নং-৩১, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২৩; জি আর নং- ৫১০, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২৩; সময়- ১৪.৩০ ঘটিকা ধারা- 143/332/333/353/34 The Penal Code,
১৪। (9AFSX) আরএমপি এর বোয়ালিয়া থানার, এফআইআর নং-১২, তারিখ- ০৯ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং- ৩৫১, তারিখ- ০৯ সেপ্টেম্বর, ২০২৩; সময়- ১৯.৩০ ঘটিকা ধারা- 3/4 The Explosive Substances Act,
1908; তৎসহ 143/147/148/332/333/353/186 The Penal Code, 1860;
১৫। (9CAL2) আরএমপি এর বোয়ালিয়া থানার, এফআইআর নং-৩১, তারিখ- ২৮ জুলাই, ২০২৩; জি আর নং-২৮৮, তারিখ- ২৮ জুলাই, ২০২৩; সময়- ১৬.৪৫ ঘটিকা ধারা- 3/4 The Explosive Substances Act, 1908; তৎসহ 143/147/148/332/353/186 The Penal Code, 1860;
১৬। (91M6J) আরএমপি এর শাহ মুখদুম থানার, এফআইআর নং-৫, তারিখ- ১১ ফেব্রুয়ারি, ২০২৩; জি আর নং-২২, তারিখ- ১১ ফেব্রুয়ারি, ২০২৩; সময়- ০৪.০৫ ঘটিকা ধারা- 15(3) The Special Powers Act, 1974;
১৭। (1MK8F) আরএমপি এর বোয়ালিয়া থানার, এফআইআর নং-১, তারিখ- ০১ সেপ্টেম্বর, ২০২১; জি আর নং-৬০০, তারিখ- ০১ সেপ্টেম্বর, ২০২১; সময়- ০০.১৫ ঘটিকা ধারা- ১০/১২/১৩ ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী (সংশোধনী-২০১৩) আইন;, মামলায় তদন্তে সন্দিগ্ধ চার্জশীট-২৮৯, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
১৮। (1AUUU) আরএমপি এর রাজপাড়া থানার, এফআইআর নং-৬/২৯১, তারিখ- ০৪ সেপ্টেম্বর, ২০২০; জি আর নং-২৯১, তারিখ- ০৪ সেপ্টেম্বর, ২০২০; সময়- ০৮.১৫ ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭ /৫০৬ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত চার্জশীট :-১১০, ১৯। (2M38F) আরএমপি এর রাজপাড়া থানার, এফআইআর নং-২৮, তারিখ- ১১ সেপ্টেম্বর, ২০১৭; সময়- ১১.৩৫ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত