শ্পেশাল প্রতিনিধিঃ
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছালাভরা গ্রামে। সরেজমিনে গিয়ে জানাযায় ছালাভরা গ্রামের মৃত আব্দুর রহমান এর মেয়ে পারভীন দারে দারে ঘুরে ন্যায় বিচার না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পারভীন। পারভীন জানান আমিও আমার ছোট বোন রাংগা দীর্ঘ দিন গার্মেন্টসে চাকরী করে বাবা মাকে লালনপালন সহ ছোট ভাই সেলিম রেজা খোকন কে লেখা পড়া শিখানোর খরচ চালাইছি। পাশাপাশি সংসারের যাবতীয় জিনিসপত্র করেছি।আমাদের কষ্টের অর্জিত সম্পদ বাবা মায়ের নিকট রাখি। বাবা মায়ের ইন্তেকাল এর পর বাবা মায়ের নিকট রাখা টাকা পয়সা, গহনা, ও আসবাবপত্র সকল কিছুই আমার বড় ভাই গোলাম মোস্তফা ও ছোট ভাই সেলিম রেজা খোকন সকল কিছুই বেদখল করে। জমি বন্দকের নামে আমার বড় ভাই গোলাম মোস্তফা আমার নিকট থেকে একলাখ টাকা নেয় প্রতি মৌসুমে ১৫ মন ধান দিবে মর্মে বিগত চার বছর যাবত ধান দেয় নাই এমন কি টাকা ফেরত দেন নাই। আামার ছোট বোন রাংগার ডিভোর্স এর ৬০ হাজার টাকাও আত্মসাৎ করেন বড় ভাই , আমার বড় ভাবীর যোগসাজসে আমার ৭ আনি স্বর্নের গহনা বেদখল করে বড় ভাই ও ভাবী।মা-বাবার ঘরবাড়ি ও জমিজমা থেকে বঞ্চিত করে। বর্তমানে আমরা নিঃস্ব আমাদের মাথা গোজার ঠাই। আমরা দুই বোন স্বামী পরিত্যাক্তা কোন ছেলে মেয়ে নাই। গ্রামের মুরুব্বি গনের নিকক বার বার বিচার চাওয়া সত্ত্বেও বিচার না পেয়ে অবশেষে গত ১৫/১২/২৫ কাজিপুর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করি।সড়ক দুর্ঘটনায় আমরা দুই বোন অচল কোন কাজ করতে পারিনা এমত অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।কাজিপুর থানার কর্তব্যরত এস আই মোঃ সাইফুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে যাতে অসহায় মেয়েটি ন্যায় বিচার পায় ।
(মোঃআব্দুর রহিম স্পেশাল প্রতিনিধি অভিযান নিউজ টিভি )