দেশের প্রতি আত্মত্যাগ বেগম খালেদা জিয়াকে বিশ্বনেত্রী করেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
-
৪
বার পড়া হয়েছে

সাদেক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। বরং দেশপ্রেমিকতা, জাতীয়তাবাদী ও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ সর্বোপরি দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারণ তিনি চেয়েছেন বাংলাদেশী হিসেবে দেশের মানুষ যাতে গর্ববোধ করতে পারেন। তার এই আত্মত্যাগের কারণে তিনি কেবল দেশনেত্রীই নয় বরং বিশ্ব নেত্রী হয়ে উঠেছেন। দেশের মাটিতে একমাত্র বেগম খালেদা জিয়ার জন্যই ঘরে ঘরে মানুষ দোয়া করেছেন। এমনকি বিদেশেও মানুষ তার জন্য ঘরে ঘরে দোয়া করেছে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে কসবা পৌর শহরের স্টেশন এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থেকেও দলকে সংগঠিত করে ঐক্যবদ্ধ রেখেছেন। মূলত বেগম খালেদা জিয়ার আদর্শ ও চেতনাকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে দেশের মানুষের মুখে হাসি ফুঁটবে। তিনি এ সময় আরো বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান প্রতিহিংসা, অন্যায় ও প্রতিশোধকে কখনো প্রশ্রয় দেননি। তাই বিএনপি ক্ষমতায় এলে সকলকে বাংলাদেশী নাগরিক হিসেবে দেখা হবে।
তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে কৃষকরা তাদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য পায়নি। বরং অতিরিক্ত দাম দিয়ে সার কিনতে হয়েছে। সর্বত্র দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। তাই তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন তার মাধ্যমে কৃষকের মুখে হাসি ফুঁটবে।
কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইলিয়াস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সহ-সম্পাদক ও কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন