প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ২:২৮ পি.এম
নরসিংদী (৩)শিবপুরে জনতার দলের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যাপক প্রচারণা
তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
নরসিংদী নরসিংদী-৩ (শিবপুর) সংসদীয় আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে। এই আসনে জনতার দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক তাঁর প্রতীক 'কলম' নিয়ে ভোটের মাঠে সরব রয়েছেন।শিবপুরের উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। শিক্ষিত ও তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে 'কলম' মার্কার প্রার্থীকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ইঞ্জিনিয়ার এনামুল হক জানান, "শিবপুরকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। কলম মার্কা হবে শান্তি ও প্রগতির প্রতীক। আশা করি, আগামী নির্বাচনে শিবপুরের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাকে জয়যুক্ত করবেন।এলাকার ভোটারদের মতে, জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে ইঞ্জিনিয়ার এনামুল হকের স্বচ্ছ ভাবমূর্তি নির্বাচনী দৌড়ে তাকে সুবিধাজনক অবস্থানে রেখেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত