শোকবার্তা: আপোসহীন নেত্রী জনতার মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
-
৩
বার পড়া হয়েছে

শোকবার্তা: আপোসহীন নেত্রী জনতার মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।
*ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন*
আজকের এই শোকাবহ দিনে আমরা গভীর দুঃখ ও শোকের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের গণতন্ত্রের মা, তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ সকালে ইন্তেকাল করেছেন।দেশমাতৃকা বেগম খালেদা জিয়া ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শের সত্যিকারের উত্তরাধিকারী। তাঁর নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়েছে, জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়েছে এবং দেশের উন্নয়ন ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাঁর দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্ব বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন সকল সদস্যদের জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস হয়ে থাকবে। বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন কাজিপুর উপজেলার শাখার পক্ষ থেকে আমরা মহান আল্লাহতায়ালার দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করার দোয়া করছি। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, বিএনপির নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।আমরা প্রতিজ্ঞা করছি যে, দেশনেত্রীর আদর্শকে হৃদয়ে ধারণ করে জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও সংগ্রাম অব্যাহত রাখব এবং তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাবো।আল্লাহ তায়ালা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমীন।**বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কাজিপুর উপজেলা শাখার পক্ষে,মোঃ উজ্জল স্বর্নকার। সভাপতি বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন কাজিপুর উপজেলা শাখা, সিরাজগন্জ
( মোঃ আব্দুর রহিম, স্পেশাল প্রতিনিধি, অভিযান নিউজ টিভি) ৩১/১২/২৫
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন