প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৯:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৪:৫৭ পি.এম
শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হল রুমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সরকারি কর্মকর্তদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা শুরু হয় । সভায় পোস্টাল ব্যালট(সি.পি.ভি) নিয়ে প্রবাসীরা ভোট প্রদানের কলা কৌশল, নিয়ম কানুন ও একই দিনে হ্যা-না গণভোট প্রদানের বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয় । এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল হক, ওসি নাজমুল হাসান, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, কৃষি অফিসার ফরহাদ হোসেন বক্তব্য রাখেন । সভায় উপজেলার সকল অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । পরে সভাপতি আশরাফুল আলম রাসেল সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সকল সরকারি কর্মকর্তা, কর্মচারীদের ভোট কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন ও সবার সহযোগিতায় ভালো একটি নির্বাচন উপহার দেয়ার জন্যে সবার গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিহার্য বলে সহযোগিতা চেয়ে সভা সমাপ্ত করেন ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত