1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দাকোপের বাজুয়ায় বড়দিন উপলক্ষে  খ্রিস্টান ধর্মাবলম্বীদের আয়োজিত বড়দিন আনন্দ মেলার উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় খুলনার ৬টি আসনে ৩৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ দাকোপের কৈলাশগঞ্জ বুড়ির ডাবুর শ্যামাপদ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার সাদ্দামসহ ৭ জন ডাকাত গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও পিকআপ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের নির্মমতা,খুঁটির সঙ্গে বেঁধে রেখে যুবকের হাত ও পা কেটে নেওয়ার চেষ্টা সৌদি নিরাপত্তা কর্মীদের কাছ থেকে অবাক হওয়ার মতো একটি বীরত্বপূর্ণ ও সাহসী কাজ কৃষ্ণ পাল ছোট বেলা থেকে প্রতিবন্ধী ভালুকায় জামিয়া হোসাইনিয়া কাসেমুল উলুম ক্বওমী মাদ্রাসার উদ্যোগে ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠিত প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ‘উত্তরণ’ কতৃক বাস্তবায়নাধীন ‘দূর্বার’ প্রকল্পের উপজেলা প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার সাদ্দামসহ ৭ জন ডাকাত গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও পিকআপ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম উক্ত ডাকাত চক্রের গতি-বিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় নিশ্চিত হওয়া যায় যে, ০১টি পিকআপে করে প্রায় ১৪/১৫ জনের ডাকাত দল দাউদকান্দি মডেল থানাধীন ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতি সংঘটনের জন্য অবস্থান করছে। ২৬.১২.২০২৫ খ্রিঃ তারিখ ০১:০৫ ঘটিকায় চট্টগ্রাম-টু- ঢাকাগামী মহাসড়কের দক্ষিণ পাশে লক্ষীপুরগামী রাস্তার মাথায় ডাকাত দল পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নীল হলুদ রংয়ের রেজিস্ট্রেশন নম্বরবিহীন পিকআপ গাড়ীসহ পিকআপের ভিতরে থাকা ডাকাত দলের ০৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়। ঐ সময় ডাকাত দলের ০৭/০৮ জন সদস্য পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে পিকআপ, দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে, ডাকাত দলের সর্দার মোঃ সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য মতে বসত ঘরের দরজার পাশে মাটির নিচ হতে একটি দেশীয় তৈরী এলজি (অস্ত্র) ও ০২ (দুই) রাউন্ড বার বোরের কার্তুজ উদ্ধার করা হয়। বর্ণিত ঘটনায় দাউদকান্দি মডেল থানার মামলা নং-২৯, তারিখ-২৬ ডিসেম্বর, ২০২৫; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এবং কুমিল্লা এর দাউদকান্দি মডেল থানার মামলা নং-৩০, তারিখ-২৬ ডিসেম্বর, ২০২৫; ধারা-The Arms Act, 1878 এর 19A/19(f) রুজু হয়।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা

১. মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা-মৃত ওয়াদুদ মিয়া, মাতা-আয়শা বেগম, গ্রাম-টামটা, থানা-দাউদকান্দি মডেল, জেলা-কুমিল্লা:

২. মোঃ সুমন (৩০), পিতা-মৃত কফিল উদ্দিন, মাতা-চেমন আরা খাতুন, গ্রাম-আলেখারচর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা:

৩. মোঃ দুলাল মিয়া (২৮), পিতা-আলতাব আলী, মাতা-ফিরোজা বেগম, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা:

৪. মোঃ সোলেমান রুবেল (৩৫), পিতা-আবুল কাশেম, মাতা-আম্বিয়া বেগম, গ্রাম-রামপুর, থানা-ফেনী সদর মডেল, জেলা-ফেনী;

৫. ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫), পিতা-মৃত ইদ্রিস মিয়া, মাতা-মৃত মহিমা খাতুন, গ্রাম-রামেশ্বরপুর পোঃ চাপরাশিরহাট, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী:

৬. মামুনুর রশিদ সোহাগ (৩৫), পিতা-মৃত আব্দুল আজিজ, মাতা-মৃত মাকসুদা বেগম, গ্রাম-চর আবাবিল, থানা- রায়পুর, জেলা-লক্ষীপুর;

৭. মোঃ শাহীন (২৫), পিতা-শাহজাহান, মাতা-ফুলী বেগম, গ্রাম-বজলু বাজার, থানা-চরফেশন, জেলা-ভোলা।

ডাকাতদের বিরুদ্ধে পূর্বের রুজুকৃত মামলা

১. ডাকাত সাদ্দাম এর বিরুদ্ধে ফেনী ও চট্টগ্রাম এর বিভিন্ন থানায় পূর্বের ০৬টি মামলা রয়েছে:

২. ডাকাত সুমন এর বিরুদ্ধে নোয়খালী, ফেনী, কুমিল্লা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় পূর্বের ০৭টি মামলা রয়েছে:

৩. ডাকাত মোঃ সোলেমান রুবেল এর বিরুদ্ধে নোয়াখালী জেলার বিভিন্ন থানায় পূর্বের ০৫টি মামলা রয়েছে;

৪. ডাকাত ফকির আহমেদ পূর্বের ০৬টি মামলা রয়েছে। আলাউদ্দিন এর বিরুদ্ধে গাজীপুর, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম এর বিভিন্ন থানায়

৫. ডাকাত মামুনুর রশিদ সোহাগ এর বিরুদ্ধে নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় পূর্বের ০৮টি মামলা রয়েছে।

উদ্ধার/জব্দকৃত আলামতের বর্ণনা

১. একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন নীল হলুদ রংয়ের পুরাতন পিকআপ গাড়ি;

২. একটি কমলা রংয়ের লোহার কাটার, যা বাটসহ লম্বা ২৪” (চব্বিশ) ইঞ্চি;

৩. একটি হলুদ রংয়ের লোহার হাইড্রোলিক কাটার, যা বাটসহ লম্বা ১৯” (উনিশ) ইঞ্চি;

৪. একটি কাঠের বাটযুক্ত লোহার ধামা, যা বাটসহ লম্বা ১৯” (উনিশ) ইঞ্চি;

৫. একটি কাঠের বাটযুক্ত লোহার ছেনি, যা বাটসহ লম্বা ২২” (বাইশ) ইঞ্চি;

৬. একটি কাঠের বাটযুক্ত লোহার দা, যা বাটসহ লম্বা ১৮” (আঠার) ইঞ্চি;

৭. ০২ (দুই)টি কাঠের বাটযুক্ত ছুরি, প্রতিটি যা বাটসহ লম্বা ১২১/২” (সাড়ে বার) ইঞ্চি;

৮. একটি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত এলজি (অস্ত্র), যা বাটসহ লম্বা ১৩১/২” (সাড়ে তিন) ইঞ্চি;

৯. ০২ (দুই) রাউন্ড বার বোর কার্তুজ গুলি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট