প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৯:৫০ এ.এম
ভালুকায় জামিয়া হোসাইনিয়া কাসেমুল উলুম ক্বওমী মাদ্রাসার উদ্যোগে ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মো: আল-আমীন আহমেদ।
ময়মনসিংহের ভালুকা উপজেলার পানিভান্ডা (নতুন বাজার সংলগ্ন) এলাকায় অবস্থিত জামিয়া হোসাইনিয়া কাসেমুল উলুম ক্বওমী মাদ্রাসার উদ্যোগে গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে এক বিশাল ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ক্বারী ও মুফাস্সিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি ওয়ালী উল্লাহ (দাঃবাঃ), প্রিন্সিপাল, অত্র মাদ্রাসা ও প্রধান শিক্ষক (হিফজ বিভাগ), জামিয়া সুবহানিয়া মাহমুদনগর, ধউর-তুরাগ, ঢাকা। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বারী ও মুফাস্সিরে কুরআন মুফতি হাফেজ মাওলানা ইসমাইল হোসাইন, মুহতামিম, জামিয়া আশরাফিয়া হামিউসসুন্নাহ, বর্তা-ভালুকা।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, ১৫৫ ময়মনসিংহ-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জনাব মোঃ মনির হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, তুরাগ, ঢাকা।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শাইখুল হাদীস আল্লামা মুফতী এনামুল হক সিদ্দিকী, মুহতামিম, জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন, খিলক্ষেত, ঢাকা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক ক্বারী ও মুফাস্সিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাদের মাহমুদ আনসারী, খতিব, পশ্চিম হাবিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, নারায়ণগঞ্জ।
এছাড়াও আমন্ত্রিত ওয়াজিনে কেরাম হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি আলমাস হোসাইন, হাফেজ মাওলানা মুফতি কবির হোসেন, হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হোসাইন, হাফেজ মাওলানা মোঃ শাহ আলমসহ দেশবরেণ্য আরও অনেক আলেম-ওলামা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলের শুরুতে হামদ ও নাত পরিবেশন করেন ইহসান শিল্পীগোষ্ঠী, ঢাকা এবং শিল্পী হুসাইন আহমাদ ও ফিরদাউস হুসাইন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ নুরুল ইসলাম মুতাওয়াল্লীসহ মাদ্রাসার দায়িত্বশীলগণ। সঞ্চালনায় ছিলেন হাফেজ আল-আমিনসহ একাধিক সঞ্চালক দল।
অনুষ্ঠানে নারীদের জন্য পৃথকভাবে ওয়াজ শোনার সু-ব্যবস্থা রাখা হয়। সার্বিক সহযোগিতায় ছিল স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, বর্তমানে মাদ্রাসার সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত