কৃষ্ণ পাল ছোট বেলা থেকে প্রতিবন্ধী
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে
Oplus_16908288

সিরাজগঞ্জ প্রতিনিধি :কাজল দও
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলাই
ঘোষগাঁতী পাল পাড়া থাকে
এই ছেলে টা
নাম :কৃষ্ণ পাল
ছোট বেলা থেকে প্রতিবন্ধী সে হাটতেও পারে না
সে হুইল চেয়ার দিয়ে চলাফেরা
করে সব সময় হুইল চেয়ারে বসে
থাকে কিন্তু
সেটা অনেক পুরোনো হয়ে গিয়েছে
ও চেয়ার টার চাকা ও ভেঙে গেছে
সেই কারনে
সে ঠিক মতো চলা ফেরা করতে
পারছেন নাওই হুইল চেয়ের দিয়ে
তার পারিবারিক অবস্থা
ভালো না তেমন
আমার সবাই মিলে এই অসহায় ছেলে টাকে সাহায্য করি
তাহলে একটা
হুইল চেয়ার হবে
তাহলে সে মোটামুটি চলা ফেরা করতে পারবে। এই জন্য
তাই যার যেমন সামর্থ্য যদি তাকে সাহায্য করেন তাহলে হয় তো সে অনেক খুশি হবে। একটা চেয়ার হবে
যোগাযোগে
নগদ :01302-575356
রকেট :01313998795
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন