প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৪:৪১ পি.এম
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ‘উত্তরণ’ কতৃক বাস্তবায়নাধীন ‘দূর্বার’ প্রকল্পের উপজেলা প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপে ২৪ শে ডিসেম্বর বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের হল রুমে 'প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ' এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা 'উত্তরণ' কর্তৃক বাস্তবায়নাধীন "দূর্বার-গার্লস লিড ক্লাইমেট সলিউশনস্ ফর সাউথ-ওয়েষ্ট বাংলাদেশ" প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো- জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ঝুঁকি হ্রাস, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি , প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা, যুবদের অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা করা। 'উত্তরণ' উপজেলার পানখালী ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প সমন্বয়কারী এ, কে, এম, জাহিদুল ইসলামের সঞ্চালনায় ও পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু (সিনিয়র সহকারী সচিব)। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা সিপিপি টিম লিডার, স্টেশন অফিসার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, সভাপতি দাকোপ প্রেস ক্লাব ও ইউপি সচিব, পানখালী । পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার সূচনার পর পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন মোঃ মোস্তাফিজুর রহমান, কর্মসূচী ব্যবস্থাপক, উত্তরন তারপর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। সভার প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন উত্তরণের উদ্যোগে অবহিতকরণ সভার আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। দূর্বার প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভায় উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রকল্পটি পানখালী ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রকল্প বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য সফলভাবে অর্জিত হবে—এই প্রত্যাশা করি। সবাইকে একসাথে কাজ করে একটি টেকসই ও উন্নত ভবিষ্যৎ গড়ার আহ্বান জানাচ্ছি। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রাণি সম্পদ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমূখ। সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন এমইএএল অফিসার সাবরিনা ইসলাম লাবন্য সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পার্সন আতিকা আজরা অয়ন, সিসি এ্যান্ড ডিআরআর অফিসার আব্দুর রাজ্জাক শেখ, এসআরএইচ আর অফিসার ইউরিদা আফরিন ও ওয়াইইই অফিসার ভারতী গুহ প্রমুখ ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত