প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৪:২১ পি.এম
ঝিনাইগাতীতে শুভ বড়দিন উদযাপন
ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ঝিনাইগাতীর বিভিন্ন গির্জায় একযোগে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শান্তির বাণী প্রচারের মাধ্যমে বড় দিনের কর্মসূচি শুরু হয়।
বড়দিন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর খ্রিস্টান পল্লীসহ বিভিন্ন খ্রিস্টান অধ্যুষিত এলাকা আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জায় সেজে ওঠে। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
ঝিনাইগাতীর মরিয়মনগর ক্যাথলিক চার্চে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি এবং মানব কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা শেষে শিশুদের মাঝে উপহার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরসহ ঝিনাইগাতীর খ্রিস্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
বড়দিন উদযাপন উপলক্ষে ঝিনাইগাতীর বিভিন্ন গির্জা ও আশপাশের এলাকায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত