প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৪:৩২ এ.এম
ময়মনসিংহে টেলিভিশন সাংবাদিকদ্রর দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এস. এম. কে. মিজান, ব্যুরো প্রধান,ময়মনসিংহ।
ময়মনসিংহে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার প্রত্যাশা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি। দ্বি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে বাবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে রিপন গোয়ালা অভি নির্বাচিত হওয়ায় সংগঠনটির ভেতরে ও বাইরে তৈরি হয়েছে নতুন আশাবাদ। এই নেতৃত্ব পরিবর্তনকে অনেকেই দেখছেন একটি গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন গড়ে তোলার সুযোগ হিসেবে। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করা টেলিভিশন সাংবাদিকরা নানাভাবে পেশাগত ঝুঁকি, হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন। এমন বাস্তবতায় সংগঠনের কার্যকর ভূমিকা সময়ের দাবি হয়ে উঠেছে।
সভাপতি বাবুল হোসেন অনুসন্ধানী ও নীতিনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় পরিচিত একটি নাম। তার নেতৃত্বে সংগঠন আরও সংগঠিত, দৃঢ় ও নীতিগতভাবে শক্ত অবস্থান নেবে, এমন প্রত্যাশা ব্যক্ত করছেন সদস্যরা।সাধারণ সম্পাদক রিপন গোয়ালা অভি মাঠে সাংবাদিকদের সমস্যা ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে সরাসরি অভিজ্ঞ হওয়ায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হক লিটনের দীর্ঘ মাঠ-অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা নতুন কমিটিকে আরও কার্যকর করবে বলেও আশা প্রকাশ করছেন সাংবাদিকরা।নতুন কমিটির কাছে সাংবাদিকদের প্রত্যাশা স্পষ্ট। তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা দূর করা, পেশাগত হয়রানি বন্ধ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা, নবীন সাংবাদিকদের দিকনির্দেশনা ও প্রশিক্ষণ এবং প্রশাসনের সঙ্গে কার্যকর ও মর্যাদাপূর্ণ যোগাযোগ, এসব বিষয়েই সংগঠনের সক্রিয় ভূমিকা চান তারা।দ্বি-বার্ষিক সাধারণ সভার শুরুতেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং ২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শ্রদ্ধা নিবেদন নতুন নেতৃত্বের মূল্যবোধ ও অবস্থানকে স্পষ্ট করে। সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রশ্নে আপসহীন থেকে কাজ করার অঙ্গীকারই যেন প্রতিফলিত হয়েছে।সাংবাদিকদের অনেকেই মনে করেন, ব্যক্তি নয়, সংগঠন হিসেবে কথা বলার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি একটি শক্ত ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হবে। সেই দায়িত্ব ও সম্ভাবনা এখন নতুন নেতৃত্বের হাতে।প্রত্যাশার ভার যেমন বড়, তেমনি সুযোগও বিস্তৃত। সময়ই বলবে এই নেতৃত্ব কতটা সফল হবে। তবে এটুকু নিশ্চিত, বাবুল হোসেনের নেতৃত্বে ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সামনে এখন একটি দায়িত্বপূর্ণ সময় শুরু হয়েছে।সহ-সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ (চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক কাজী মো. মোস্তফা মুন্না (জিটিভি), কোষাধ্যক্ষ আতাউর রহমান জুয়েল (ইটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজ উদ্দিন (মোহনা টেলিভিশন) এবং সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন রুবেল (এসএ টিভি)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আ. ন. ম. ফারুক, এম. এ হোসাইন বিনয় (এশিয়ান টিভি) ও রিয়াজুল করিম বাদল (চ্যানেল এস)। ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা ও মোঃ আবুল কাশেম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন সাইদ (চ্যানেল আই), শিবু মজুমদার, নবাগত সদস্য কামরুজ্জামান মিন্টু (চ্যানেল নাইন), আবুল মনসুর (এশিয়ান টিভি), ইয়ার মাহামুদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত