ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান উপলক্ষ্যে ভোট কেন্দ্রের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে উপজেলার ভোট কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এ সময় বক্তব্য রাখেন । ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ও ভোট গ্রহনের নিয়ম কানুন ও সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে তার জন্যে জনসচেনতা সৃষ্টি করার জন্যে সকল প্রস্তুতি নেওয়ার উপর আলোচনা করা হয় । এ সময় থানার অফিসার্স ইনচার্জ ওসি নাজমুল হাসান, নির্বাচন কর্মকর্তা জহুরুল ইসলাম বক্তব্য রাখেন । সহকারী রিটানিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন নির্বাচনে সচ্ছতা জবাবদিহীতা বজায় রেখে সততার সহিত দায়িত্ব পালন করতে হবে । আসন্ন ণণভোট ও সংসদ নির্বাচন ভোট প্রদানে জনসাধারণকে উৎসাহ করে তুলতে হবে বলে জানান । সভায় উপজেলার সকল ভোট কেন্দের প্রধানগণ উপস্থিত ছিলেন ।