পলাতক আসামি গ্রেপ্তারে সহযোগিতা কামনা করে আইনি নোটিশ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

এই মর্মে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নাগেশ্বরী থানাধীন আমলী আদালতে The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারায় দায়েরকৃত সিআর মামলা নং– ৬৪/২২ (নাগেশ্বরী) বিচারাধীন রয়েছে।
উক্ত মামলার আসামি মোহাম্মদ এরশাদ আলী (পিতা: এমদাদুল হক, মাতা: আছিয়া বেগম), ঠিকানা: গ্রাম– গোবর্ধন কুঠি, ইউনিয়ন– নাগেশ্বরী, ডাকঘর– পায়রাডাঙ্গা, থানা– নাগেশ্বরী, জেলা– কুড়িগ্রাম এবং মোঃ রবিউল আলম (পিতা: মোঃ আব্দুল জলিল মিয়া, মাতা: মোসাম্মৎ ঝামেলা বেগম), ঠিকানা: জলিল বাড়ি, গ্রাম– খেরবাড়ি, ডাকঘর– নাগেশ্বরী–৫৬৬০, নাগেশ্বরী পৌরসভা, থানা– নাগেশ্বরী, জেলা– কুড়িগ্রাম আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (WP&A) জারি করা হয়েছে।
পরোয়ানা তামিল সত্ত্বেও আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালতের নিকট প্রতীয়মান হয়েছে যে, তারা বিচারকার্য এড়ানোর উদ্দেশ্যে পলাতক বা আত্মগোপনে রয়েছেন। এমতাবস্থায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৩৩৯-বি(১) ধারার ক্ষমতাবলে বিজ্ঞ আমলী আদালত, নাগেশ্বরী থানা কর্তৃক তারিখ ০৭/০৫/২০২৩ ইং আদেশক্রমে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
অন্যথায় আসামিদের অনুপস্থিতিতে বিচারকার্য চলমান থাকবে। অতএব, উক্ত পলাতক আসামিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে সর্বসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আসামিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন