নরসিংদীর রায়পুরার আওয়ামী দোসর হুমায়ূন কবির সরকার ডিবি পুলিশের কাছ থেকে ছারা পেয়ে ফেইসবুকে পোস্ট
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
-
১
বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, নরসিংদী।
২০-১২-২৫ ইং রোজঃ-শনিবার বিকাল ৩:৩০মি: ঘটিকায়, ফেইসবুকে
বিভিন্ন আইডি থেকে কুরুচিপূর্ণ মন্তব্য দেখা যায়। যেমন আজ বিকাল ৩টার দিকে অবৈধ দখলদার, অবৈধ ইউনুসের, অবৈধ ডিবি পুলিশ আমার আপনার প্রাণ প্রিয় নেতা হুমায়ূন কবির সরকার কে, এরেষ্ট করতে আসে অবৈধ দখলদার বাহিনী সাধারণ জনগণের প্রতিরোধের মুখে পড়ে । আওয়ামী দোসর,হুমায়ুন কবির সরকার কে ছেড়ে যেতে বাধ্য হয় । অবৈধ বাহিনী আপনাদের কে এরেষ্ট করতে আসলে এলাকাবাসী কে নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। আমরা জয় বাংলার সৈনিক , কোন সিংগারা পুড়ি খাওয়ার লোক না । সাবধানে কথা বলবেন এমনি পোস্ট দেখা যায় । সচেতন নাগরিক হিসেবে প্রধান উপদেষ্টা ও আইন প্রয়োগকারী সংস্থার ও ডিবি পুলিশের বিরুদ্ধে এমন মন্তব্য করা ,দেশের আইন লঙ্ঘন হচ্ছে। এমনটাই স্থানীয় লোকজন ও সচেতন মহল মনে করে । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জনগণের দাবি । স্বৈরাচার বিরোধী আন্দোলনে সরকার পতন হলেও রায়পুরা উপজেলায় (০৭) এমপি নির্বাচিত রাজি উদ্দিন আহমেদ রাজুর সহযোগিদের দাপটে সাধারণ মানুষ এখনও তাদের ভয়ে আতংকিত । তাঁরা বীরদর্পে
এখনো তাদের পৃবের ন্যায়,সকল ধরনের অপরাধ মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।আইন প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার নিরহ্ জনসাধারণ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন