প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৯:১২ এ.এম
উল্লাপাড়ায় শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানাম ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি | কাজল দও
আজ সোমবার (২২ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত শ্রী শ্রী গোপাল জিউ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৪ প্রহরব্যাপী মহানাম কীর্তন ও লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজক সূত্রে জানা গেছে, আজ কীর্তনের চতুর্থ দিন চলছে মহানাম কীর্তন। দিন ও রাতব্যাপী হরিনামের সুরে মুখরিত হয়ে উঠেছে মন্দির এলাকা।কীর্তনে অংশগ্রহণ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা মন্দিরে ভিড় জমাচ্ছেন। মহানাম কীর্তনের মাধ্যমে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করছেন।
আয়োজকরা জানান, আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা কীর্তনীয়া দল অংশগ্রহণ করবে। লীলা কীর্তনের মাধ্যমে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ও ধর্মীয় বাণী উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানকে ঘিরে মন্দির এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল কাজ করছে। ধর্মীয় এ আয়োজনকে কেন্দ্র করে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত