সুনামগঞ্জে শাল্লায় হাওর ফসল রক্ষা বাধেরকাজের উদ্বোধন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
-
১১
বার পড়া হয়েছে

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লায় সরকারি নীতিমালা অনুযায়ী ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এই কাজের উদ্বোধন করেন কাবিটা স্কিম প্রণয়ন উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস এবং সদস্য সচিব পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. ওবাইদুল হক।
স্থানীয় ভান্ডাবিল হাওরের কৃষক বাহাড়া গ্রামের কালাবাঁশি দাসকে প্রকল্পের সভাপতি এবং একই গ্রামের প্রসেনজিৎ দাসকে সদস্য সচিব করে ২৭নং প্রকল্পটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের সভাপতি কালাবাঁশি দাস বলেন, ‘অতীতে যা হয়েছে তা বাদ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করবো। প্রশাসনের সহযোগিতায় সব কাজ শেষ করা সম্ভব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, ‘আজকে ২৭নং পিআইসিটি উদ্ভোধন করা হয়েছে। হাওরের প্রকৃত কৃষক এবং কমিটির সকল সদস্যদের সঙ্গে নীতিমালা অনুযায়ী সব পিআইসির কাজ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে।’
পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. ওবাইদুল হক জানান, ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার ছয়টি হাওরে ৪৪ কিলোমিটার এলাকায় প্রথম ধাপে ৬৮টি প্রকল্পে ১৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। হাওর রক্ষা বাঁধের কাজগুলো ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নিয়ম রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাবিটা স্কিম প্রণয়ন কমিটির সদস্য ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ, মৎস্য প্রতিনিধি হিমাদ্রি শেখর দাসসহ অন্যান্য সংশ্লিষ্টরা।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন