প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৩:৫২ পি.এম
লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা
মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা দৈনিক বাজার এলাকায় বি এস টি আই এর লাইসেন্স বিহীন অবৈধ সয়াবিন তেলের বাজারজাতকরণ ফ্যাক্টরি " এ আর এফ এডিবল অয়েল এন্ড ফুড প্রোডাক্টস" এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই এর লাইসেন্স না থাকা সত্ত্বেও বি এস টি আই এর লেভেল ব্যবহার করে সয়াবিন তেল বাজারজাতকরণের কারণে " এ আর এফ এডিবল অয়েল এন্ড ফুড প্রোডাক্টস" ফ্যাক্টরিকে বি এস টি আই আইন, ২০১৮ এর ১৫ ধারা লংঘনে ২৭ ধারায় ১০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম কর্তৃক এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন বি এস টি আই টিম, স্যানিটারি ইন্সপেক্টর ও চৌদ্দগ্রাম থানার একটি টিম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত