প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৩:২১ পি.এম
হাদি ও বিএনপির প্রার্থীর ওপর হামলা, বগুড়ায় বিক্ষোভ
তানসেন আলী মন্টু, বগুড়া।
রাজধানীতে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ'র ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা বিএনপির সমাবেশে বক্তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।গতকাল শনিবার বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, ফজলুল বারী তালুকদার বেলাল, সহ সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহম্মেদ খান রুবেল, তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জাহিদুল ইসলাম হেলাল প্রমুখ।বক্তারা বলেন, একাত্তর ও চব্বিশের শত্রুরা এই নৃশংস হামলা চালিয়েছে। তারা দেশকে নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দিতে চাচ্ছে। এই আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের নীলনকশা। একটি গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি।রাজধানীতে ওসমান হাদি ও চট্টগ্রামে বিএনপির প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে গতকাল বগুড়া শহরে বিক্ষোভ করে বিএনপি।রাজধানীতে ওসমান হাদি ও চট্টগ্রামে বিএনপির প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে গতকাল বগুড়া শহরের নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত