শাল্লা (সুনামগঞ্জ): প্রতিনিধি, মোঃ দিলুয়ার হোসেন
শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের একটি হতদরিদ্র পরিবারকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারটি প্রভাবশালী মহলের প্রাণনাশের হুমকির মুখে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে।শুক্রবার (১২ ডিসেম্বর) শিবপুর গ্রামের ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন সাংবাদিকদের কাছে মৌখিকভাবে এই অভিযোগ জানান।ভুক্তভোগী অজিত তালুকদার (৫২) অভিযোগ করে বলেন, একই এলাকার স্থানীয় ইউপি সদস্য দেবব্রত তালুকদার এবং তাঁর ভাই, ভাতিজা ও তাঁদের সহযোগীরা দীর্ঘদিন ধরে কৌশলে তাঁর পৈতৃক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।অজিত তালুকদার জানান, জমি দখলের চেষ্টার কারণে দুই পক্ষের মধ্যে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিবাদীপক্ষ জোরপূর্বক তাঁর জমিতে মই দেবে বলে প্রকাশ্যে লোকজনের সামনে বলাবলি করছে। এছাড়াও, অভিযুক্তরা অজিত তালুকদারের পরিবারকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে শারীরিক ও মানসিক চাপে ফেলার চেষ্টা করছেন।অজিত তালুকদার আরও অভিযোগ করেন, এর আগেও বিবাদীরা জমিটি নিজেদের দাবি করে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল, যার ফলস্বরূপ তিনি তাদের বিরুদ্ধে শাল্লা থানায় একটি মামলাও দায়ের করেন।তবে মামলা করার পরেও অভিযুক্তরা নানা কৌশল অবলম্বন করে চাপ সৃষ্টি করছে। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী সৈলেন মাস্টার তাঁর প্রভাব খাটিয়ে এবারও একই কায়দায় জমি দখল করতে চাইছেন।অজিত তালুকদার উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তাঁর পরিবারকে ঘরছাড়া করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমাদের উপর যে অন্যায়, হুমকি ও নির্যাতন চলছে, এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।"এ বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত ইউপি সদস্য সুব্রত মেম্বার বলেন, "এই জমি আমরা করতাছি, গ্রামবাসী জানে। অজিত তালুকদার, অজয় তালুকদার জমিতে হাল বাইছে, আমি নিষেধ করছি তারা মানছে না।" তবে তিনি স্বীকার করেন, "অজিত তালুকদার এর ও কাগজ আছে, আমরার ও কাগজ আছে।"ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটির সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।