প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৩:৪৯ পি.এম
নরসিংদীতে চৌয়ালা (টেক্সটাইল-মিল মালিক সমিতি) মসজিদের ইমামের বিরুদ্ধে প’রকী’য়ার অভিযোগ!
তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
মসজিদ কমিটি তাকে ধরে থানায় সোপর্দ করে এবং স্ত্রী তার নামে একটি অভিযোগ দায়ের করেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অভিযোগে প্রকাশ নরসিংদী মডেল থানায় স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, অসামাজিক কর্মকাণ্ড, পরনারী আসক্তি, হুমকি ও হয়রানির অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেছেন হাজীপুর নয়াপাড়ার বাসিন্দা মোসাঃ তানজিনা আক্তার (২২)। অভিযোগে তিনি স্বামী ফারহান তানভীরের (২৬) বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালানোর কথা উল্লেখ করেন।অভিযোগপত্রে তানজিনা আক্তার জানান, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি দাবি করেন, বিবাদী বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত এবং তাকে বহুবার মারধর, হুমকি ও অপমান করেছেন। প্রেগন্যান্সির সময়ও স্বামী তাকে পিত্রালয়ে পাঠিয়ে বাসায় অন্য নারীদের আনা–নেওয়া করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।ভুক্তভোগী আরও জানান, তার বিরুদ্ধে কথা বললে বা কারও কাছে বিষয় প্রকাশ করলে স্বামী তাকে বাসায় না রাখা, ব্যক্তিগত ছবি-ভিডিও প্রকাশ করে অপমান করা এমনকি জীবননাশের হুমকি পর্যন্ত দিয়ে আসছেন। সর্বশেষ ৩ ডিসেম্বর সন্ধ্যায় স্বামী তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন বলেও তিনি অভিযোগ করেন।ঘটনাটি আত্মীয়স্বজনকে জানানোর পর তিনি থানায় এসে অভিযোগ দায়ের করেন।থানার পক্ষ থেকে অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান বলে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত