প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৩:৫১ পি.এম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ও চট্টগ্রামে বিএনপি নেতা এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির বিক্ষোভ
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে খুলনার দাকোপে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে চালনা বাজার এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চালনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাছতলা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন খুলনা জেলা বিএনপির সদস্য শাকিল আহম্মেদ দিলু ও চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আলামিন সানা। সমাবেশে শাকিল আহম্মেদ দিলু তার বক্তব্যে শরীফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনারও নিন্দা জানান এবং উভয় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি বলেন আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। একটি অশুভ শক্তি পতিত আওয়ামী সন্ত্রাসী চক্রের সঙ্গে আঁতাত করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন। বিক্ষোভ মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত