ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ, ভালুকা, ময়মনসিংহ।
১০ ডিসেম্বর ২০২৫, ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা থাকার পর উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় ও মেদুয়ারী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পানিভান্ডা মফিজের বাড়ি থেকে জয়নাতলী বাজারের মোড় পর্যন্ত প্রায় ২ কি.মি. রাস্তার উন্নয়নকাজ অব্যাহত রয়েছে।
রাস্তার কালভার্টগুলো অত্যন্ত মজবুতভাবে নির্মাণ করা হয়েছে, যাতে পানি সহজেই প্রবাহিত হতে পারে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, রাস্তা নির্মাণ সম্পন্ন করার জন্য ইতোমধ্যে রাস্তার পাশে প্রয়োজনীয় বালি ও ইটের খোয়া রাখা হয়েছে। স্থানীয়দের মতে, কাজ খুব দ্রুত সম্পন্ন হবে।
কাজ শেষ হলে এ গ্রামের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। স্কুল–কলেজের শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কৃষিকাজসহ পণ্য পরিবহন আরও সহজ হবে। দ্রুত কাজ শেষ করতে ট্রাক্টর দিয়ে বালি ও সুরকি সমানভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন