নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন এক সময়ের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের (০৬)ছয় বারের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। সরকার পরিবর্তনের পর থেকে প্রকাশ্যে তাকে আর দেখা যায়নি। আওয়ামী লীগের সাবেক এমপির একান্ত ঘনিষ্ঠ ( ভাই বন্ধু) হাজি আঃ সাত্তার এখন জেল খানার হাজতে মুক্তির প্রহর গুনছে।কথায় আছে কার খবর কে রাখে”। বর্তমান রাজি উদ্দিন আহমেদ রাজুরসম্প্রতি তার একটি নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, রাজিউদ্দিন আহমেদ রাজু একটি হুইল চেয়ারে বসে আছেন। পরনে গোলাপি রঙের ফতুয়া, মুখে পাকা ধরা সাদা দাড়ি এবং চোখে মোটা ফ্রেমের চশমা। ঘরের ভেতরের একটি পরিবেশে তিনি টেবিলের পাশে বসে আছেন বলে ছবিতে প্রতীয়মান হয়।
তার এই ছবি দেখে নেটপাড়ায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেন প্রশ্ন তুলছেন—এক সময়ের ক্ষমতাধর ও প্রভাবশালী নেতা এখন কোথায় আছেন এবং কেমন আছেন তিনি? কেউ কেউ মন্তব্য করছেন, ক্ষমতার পরিবর্তনের পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত রাজিউদ্দিন আহমেদ রাজুর বর্তমান অবস্থা নিয়ে জনমনে স্বাভাবিক ভাবেই আগ্রহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ভাইরাল হওয়া ছবিটি ফেসবুক আইডি থেকে সংগ্রহ করা হয়েছে, নরসিংদীর পোস্টে
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন