মোঃ দিলুয়ার হোসেন
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিষধর সাপের কামড়ে (রনজিৎ বৈষ্ণব ১৬ ) নামে এক যুবক আহত । ৯ (ডিসেম্বর ) মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে । জানা যায় সে শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন এর মুছাপুর গ্রামের সেন বৈষ্ণব এর পুত্র।
স্থানীয় সূত্র জানায়, রনজিৎ বৈষ্ণব মুছাপুর গ্রামের পাশের পুকুর পারে বেড়াতে গিয়েছিল পড়ে
হঠাৎ সাপের কামড়ে রনজিৎ মাটিতে ঢলে পড়ে গেলে তার চিতকারে গ্রামের মানুষ দৌড়ে এসে তাকে উদ্ধার করে। পড়ে তার পরিবারের লোকজন তাকে আজমিরী গঞ্জ কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। পড়ে তার আসংখা যনক অবস্থা দেখে তাকে হবিগঞ্জ হাসপাতালে রেফার্ট করেন । ডাক্তারি পরীক্ষায় দংশন করা সাপটি বিষাক্ত বলে নিশ্চিত করা হয়। । এ ঘটনায় মুছাপুর গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে।
মুছাপুর গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, বন্যার ঢলের পানির সাথে দেশের উত্তরাঞ্চল থেকে এ সাপ নেমে এসেছে।