বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফকির আবদুল মান্নান মাস্টার তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন।
উক্ত জানাযায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে ফুলের শুভেচ্ছা জানান ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, শেরপুর-৩ আসনের বিএনপির তিন বারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান আকন্দ, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)নাজমুল হাসান, ঝিনাইগাতী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, ঝিনাইগাতী ইউপি সদস্য জাহিদুল হক মনির, মুক্তি যুদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন