প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ১০:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ২:২৬ পি.এম
খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
নারী কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ দিবসটি পালনের আয়োজন করেন। বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেকসোনা আক্তার, প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তৃকা করেন এনজিও প্রতিনিধি লিপিকা বৈরাগী, বিপাশা রায়, রওশানারা বেগম, ছাত্রী পিউলি বৈরাগী প্রমুখ। সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তনুশী গাইন, বানী গাইন, দীপালী রায় ও অদিতি রায়কে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত