শাল্লায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতঃ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জের শাল্লায় ৯ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে বেগম রোকেয়া দিবস ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্টিত হয়।
” নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।” ও ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। এ দুটি প্রতিপাদ্য সামনে দুটি দিবসের পালন করা হয়েছে।
বেগম রোকেয়া দিবসের আলোচনা
সভায় বক্তাগণ মহিয়সি নারী বেগম রোকেয়া কে নারী শিক্ষার বাতিঘর উল্লেখ করেন এবং
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় দুর্নীতি কমিয়ে আনতে হলে আমাদের নৈতিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। নিজ নিজ অবস্থানে দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখতে হলে নিজ ঘর, অফিসে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করা প্রয়োজন। সদিচ্ছার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা একাত্ম, সংযত ও অঙ্গীকারবদ্ধ রাখবো। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যে লড়াই তা অব্যাহত রাখতে হবে, উল্লেখ করে বক্তারা বিস্তর বক্তব্যে রাখেন।
আলোচনা সভা দুটিতে বক্তব্যে রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, মহিলা বিষয়ক অফিস ইন্সট্রাক্টর সত্য রঞ্জন দাস তালুকদার, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হেমন্ত কুমার সরকার ও বর্তমান প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন,
শাল্লা ইউপির চেয়ারম্যান আব্দুস ছাত্তার, দৈনিক সিলেটের ডাক পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও আলোচনা সভায়- জিও- এনজিওর বিভিন্ন কর্মকর্তা, মিডিয়া কর্মী, শিক্ষার্থী, সহ নানা শ্রেণীপেশার গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন