1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :

নরসিংদী জেলা মাধবদী থানা এসআই বদলি জনিত বিদায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী

আজ থেকে ০১ বছর আগে আমি দেশের উত্তরাঞ্চলের মানুষ এসেছিলাম আপনাদের মাধবদী থানায়। প্রথমে কৃতজ্ঞতার সাথে স্বরন করছি অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, শামীম আনোয়ার স্যারকে, মাধবদী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম স্যারকে । যাদের মাধ্যমে আমার পুলিশিং শিক্ষার ভীত দৃঢ় হয়েছিল। যাদের মৌলিক দিক নির্দেশনা আমার ভবিষ্যত কর্ম জীবনের পাথেয় হয়ে থাকবে। কৃতজ্ঞতা জানাচ্ছি মাধবদী থানার ইন্সপেক্টর তদন্ত গোবিন্দ স্যার, ইন্সপেক্টর অপারেশন ওমর কাইয়ুম স্যারকে।
মাধবদী থানার প্রতিটি ইউনিয়নের আনাচে কানাচে ছুটেছি আসামী গ্রেফতার ,মামলা তদন্ত,বিট পুলিশিং,বিবিধ তদন্তের সুবাদে। প্রতিটি এলাকার নাম এবং এলাকার কিছূ মানুষের কথা হৃদয়ে স্পন্দিত হবে সারাক্ষন। বিশেষ করে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিট অফিসার হিসেবে দায়িত্বে থাকায় প্রায় সব জায়গায় যেতে হয়েছে বিভিন্ন কাজে। ছুটে গিয়েছি মাদক বিরোধি সমাবেশে,মাদকবিরোধী অভিযান, ধর্ষন মামলার ভিকটিমের কাছে,খুন, চুরি, ডাকাতি মামলার সহ বিভিন্ন মামলার কুলকিনারা করেতে। পরিচয় হয়েছে অনেক ভাল মানুষ সহ কিছু খারাপ মানুষের সাথে। ভাল মানুষের সংখ্যাই বেশি। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিত্বের সাথে।যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহোযোগিতা পেয়েছি সব ক্ষেত্রেই।বিশেষ করে সেলিম ভাই, মুসা ভাই,আমিনুল ভাই, সাকিব ভাই, রেজাউল ভাই, সহ অনেককে খুব মিস করব। মাধবদীতে ১বছরের কর্ম জীবনে আমার কখনো মনে হয় নাই যে আমি আপনাদের থানার কেউ নই।মনে হয়েছে আমি আপনাদের থানার কেউ। অনেক নিপিড়িত মানুষের সেবা করেছি,নির্যাতিত মানুষের পাশে দাড়িয়েছি, দাড়াবার চেষ্টা করেছি। চেষ্টা করেছি আপনাদেরকে ভালবেসে আপনাদের একজন হতে। এই কথা গুলি বিদায় লগ্নে অশ্রু সিক্ত নয়নে বলেন আমার সাথে । আমার এই বদলির বিষয়টি সবাইকে ফোনে জানাতে পারেনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত।

পেশাগত দায়িত্ব পালনে আমার থানার টিমমেট এসআই বারেক হাওলাদার ভাই,সেকেন্দার স্যার,ইউসুফ স্যার,সবুজ,জুয়েল,মিজান ভাই,শাহিন ভাই,জহির ভাই,জসিম ভাই,ইমাম ভাই,আলাউদ্দিন মিয়া ভাই, স্নেহের পিএসআই শুভ, সহ এএস আই রতন,বিকাশ,হুমায়ুন গুরু,মেহেদী,ফাতেমা ম্যাডাম, লুতফর গুরুদেব,থানার কনস্টবল মাজহার ভাই সহ সকল কনস্টেবল, ফোর্স সহ মাধবদী থানার সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকেই আমার কাজে উৎসাহ জুগিয়েছেন,অনুপ্রেরনা দিয়েছেন ,সাহায্য করেছেন সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।

আমার মাধবদী থানার এই কর্ম জীবনে হয়ত অনেকের সাথে অজান্তে খারাপ ব্যবহার করেছি,কষ্ট দিয়েছি,সবার কাছে ক্ষমাপ্রার্থী। সবার কাছে দোয়া প্রার্থী যেন জনস্বার্থে বদলিকৃত পরবর্তী কর্মস্থল ঢাকা জেলায় পেশাগত দায়িত্ব ভাল ভাবে পালন করতে পারি। যেতে খুব কষ্ট হচ্ছে তার পরেও যাচ্ছি। অনেক স্মৃতি,‍অনেক কথা হৃদয়ে প্রতিফলিত হবে আমরন। ভাল থাকুক আমার ভালবাসার প্রিয় নরসিংদী জেলার মাধবদী থানা বাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট