নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
-
১০
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :তানসেন আলী মন্টু
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা।
দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও প্রভাষক রাব্বী হোসাইনের সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা মূলক বক্তব্য দেন অতিথিরা।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফজলুল হক কাশেম, মোজাহার আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মতিন, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুদ্দোজা তৌফিক, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সদস্য মহসিন আলী, আশরাফুল আলম, জান্নাতুল ফেরদৌস লিপি প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন