খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
০৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. খুলনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়। বিদায় অতিথিদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন “খুলনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জবৃন্দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব করতে অফিসার ইনচার্জদের নিবেদিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামীর কর্মস্থলে তাঁদের জন্য সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে মান্যবর পুলিশ সুপার বিদায়ী অফিসার ইনচার্জগণদের খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ) আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) অতিরিক্ত দায়িত্বে-ট্রাফিক, আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল), সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা জেলাসহ জেলা পুলিশের সকল থানার বিদায়ী অফিসার ইনচার্জগণ ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন