খুলনার দাকোপে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ০৯ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মিঠু। সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় জাতীয় দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেবগাতুল্যাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, দাকোপ থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ্ত বালা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জামাত নেতা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, এনজিও প্রতিনিধি, আনসার, ফায়ার সার্ভিসের কর্মীসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন