সিরাজগন্জ রায়গঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে মাটি কাটায় ৪ ব্যক্তির জেল-জরিমানা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

শ্পেশাল প্রতিনিধিঃমোঃআব্দুর রহিম
পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে টপসয়েল উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন।সোমবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে চারটি ড্রাম্প ট্রাকসহ চারজনকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টা থেকে ভোর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।এসময় টপসয়েল পরিবহনের প্রমাণ মেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুইজনকে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ইয়াকুব আলী সেখ (২১) এবং সিহাব আলী সরকার (২২)কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড অন্যদিকে সুমন মোল্লা এবং ইমরান হোসেনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “রাতের আঁধারে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।
এদিকে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও চলমান অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন