নন্দীগ্রামের নবাগত ইউএনও শারমিন, বদলি আরিফুল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে
Oplus_16908288

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : মোঃতানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আরা কর্মস্থলে যোগদান করেছেন। আগের ইউএনও আরিফুল ইসলামকে বদলি করা হয়েছে। তিনি খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হিসেবে যোগদান করেছেন।
গত সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে দায়িত্বভার নেন নবাগত ইউএনও শারমিন আরা। দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
সংশ্লিষ্ট সুত্র জানায়, নবাগত ইউএনও শারমিন আরা ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। এনজিও বিষয়ক ব্যুরো অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
নন্দীগ্রাম উপজেলার নবাগত ইউএনও শারমিন আরাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। সরকারি দপ্তরের কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সদস্যরা তাঁকে সংবর্ধনা দেন।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজীউল হক, প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, সমবায় অফিসার ঝরণা রানী দেবনাথ, সোনালি ব্যাংকের ব্যবস্থাপক জামিলুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম কাইসার রেজা, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক ওমর ফারুক প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন