
স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ, ঢাকা।
৬ ডিসেম্বর ২০২৫, শনিবার
বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের আয়োজনে সারা দেশে একযোগে শাপলা কাব, প্রেসিডেন্ট’স স্কাউট ও প্রেসিডেন্ট’স রোভার স্কাউট—এই তিন শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সদর দফতরের শামস হল থেকে অনলাইনের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা জনাব মোঃ এহছানুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার জনাব এ বি এম আব্দুস সাত্তার, উপ-প্রধান জাতীয় কমিশনার জনাব মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ এবং কোষাধ্যক্ষ ও মাধ্যমিক বিভাগীয় পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে মাননীয় শিক্ষা উপদেষ্টা মোট ১২২ জন কাব স্কাউটকে শাপলা কাব অ্যাওয়ার্ড, ৭০ জন স্কাউটকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড এবং ৫ জন রোভার স্কাউটকে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করেন।
২০২০–২০২৪ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড এবং ২০২১–২০২৪ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বাংলাদেশ স্কাউটসের প্রতিটি স্কাউট অঞ্চলে অঞ্চলভিত্তিকভাবে একযোগে বিতরণ করা হয়েছে।