প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৩:০১ পি.এম
বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ৪নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলকুড়া ৪নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুছ ছামাদ। সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম সাদা ও শামিম আহমেদ, আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান কামরান, উপজেলা কৃষকদলের আহবায়ক এফ এম সুলতান মাহমুদ, সদস্য সচিব ও থানা বিএনপির সদস্য মো. রেজাউল করিম, ছাত্রদল নেতা মেহেদী হাসান মিলন, কৃষকদল নেতা তোফাজ্জল হোসেন, ময়নাল হক এবং ধানশাইল ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ঠান্ডু মিয়া প্রমুখ।
দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের অনুপ্রেরণা। আমরা আন্তরিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।”
শেষে দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি এবং দলীয় নেতাকর্মীদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত