প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৭:৩৮ এ.এম
কেউ নাই যার আল্লাহ সহায় তার,মানুষ কেবল উসিলা মাত্র
চট্রগ্রাম প্রতিনিধি।
খাগড়াছড়ির মাটিরাংগা থেকে চট্টগ্রাম এসেছিলেন ডাক্তার দেখাতে, ভাগ্যের নিয়তি ফিরতে হলো লাশ হয়ে।কিন্তু দারিদ্র্য পরিবারের লাশ নেওয়ার সামর্থ নাই।তখনি স্মরণ করেন অসহায়ের হাঁসি ফুটানো মানবিক কন্যা ড্রীম টাচ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক Crown Nipa কে।উনার নাম্বার সংগ্রহ করে কল দিয়ে ফোনের ওপাশ থেকে হাউমাউ করে চিৎকার আপু আমার মা আর নেই আপু কিন্তু লাশ নেওয়ার সামর্থও আল্লাহ আমাদের দেন নাই শুনেছি আপনার কাছে সাহায্য পাবো।মায়ের লাশটা কেমনে নিতাম আফা নিয়া দেন মায়ের লাশটা"।তখন মানবিক কল্যা শান্তনা দিয়ে বল্লেন বোন চিন্তা করবেন না আপনার পাশে Dream Touch Bangladesh আছে আমরা ব্যবস্থা করছি।যেমন কথা তেমন কাজ,খুজলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর এম্বুল্যান্স কিন্তু পাওয়া গেলো না।তখন সাইদুল ইসলাম তৈয়ব ভাইয়ের সাহায্যে আঞ্জুমান মুফিদুল এ যোগাযোগ করে উনাদের নির্ধারিত ভাড়া দিয়ে ভাড়া এম্বুলেন্স এ পাঠানো হলো লাশ খাগড়াছড়ির মাটিরাংগার উদ্দেশ্য।চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি লাশ বহন ও দাফনকার্জের সকল ব্যবস্থা নিপা আপু করে দিলেন।লাশের কথা হয়ত ভুলে যাবে কিছুদিন পরে সবাই।কিন্তু যারা ফ্রি এম্বুল্যান্স সেবার নাম দিয়ে প্রকৃত অর্থে সেবা প্রদান করে না তাদের ধারা মান উপকৃত হবে কতোটা? কবে?ধন্যবাদ ও কৃতজ্ঞতা মানবিক কন্যা নিপা আপুর প্রতি একজন মেয়ে হয়েও অসহায়ের পাশে যেভাবে ছায়া হয়ে থাকেন একজন পুরুষের পক্ষেও তা অনেকাংশে সম্ভব হয়না।কৃতজ্ঞতা ড্রীম টাচ বাংলাদেশ এর উপদেষ্টা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি। সময় হলো আজ দুপুর ১ টা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত