প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৪:২১ পি.এম
আমরা প্রতিটি ঘরে ঘরে ভলেন্টিয়ার তৈরি করছি’ এ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক
এস. এম. কে. মিজান,ময়মনসিংহ।
৫ই ডিসেম্বর ২০২৫ শুক্রবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও স্বেচ্ছাসেবার গুরুত্ব চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন, ল' এন্ড হিউম্যান রাইটস সোসাইটি ও বাংলাদেশ নিরাপদ অক্সিজেন আন্দোলন।রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সাবেক বিচাররক, দেশবরেণ্য আইনজ্ঞ ও রাস্ট্রচিন্তক ফয়সাল মাহমুদ ফয়েজী। তিনি তাঁর বক্ত্যব্যে বলেন আমি নিজকে স্বেচ্ছাসেবক হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। আমি নিজে ছাত্রাবস্থায় স্কাউটিং এর মাধ্যমে স্বেচ্ছাসেবা শুরু করি, ১৮ বছর বয়সেই মানব সেবার মানষে প্রথম রক্তদান করি। আজ হতে আপনারা নামে আগে স্বেচ্ছাসেবক লিখবেন যেভাবে লিখেন লায়ন ও রোটারিয়ানরা। নিজস্ব অর্থায়নে আপনারা মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করছেন এটা অনন্য ও বিশাল একটা কাজ।স্বেচ্ছাসেবা, মানব সেবা, সমাজ সেবা ও দেশসেবার চাইতে মহত্তর ও পবিত্র কাজ জগতে আরকিছুই নাই। সেবার মানসিকতা নিয়ে সকলকে কাজ করার আহবান জানিয় তিনি আরো বলেন আজ হতে আমিও আপনাদের সাথে আছি ও থাকবো।সংগঠনের কেন্দ্রীয় প্রধান স্বেচ্ছাসেবক ,এ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নজরুল গবেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্ট সংস্কৃতজন মুহাম্মদ আতা উল্লাহ খান।তিনি বলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক এর উজ্জ্বল দৃষ্টান্ত হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ তিনি শত্রুর ও সেবা করতেন । সকল ধর্ম-বর্ণের মানুষের সেবা করে তিনি মানবজাতীর জন্য স্বেচ্ছাসেবার অনুপম আদর্শ স্থাপন করে গেছেন। বিশ্বের সেরা স্বেচ্ছাসেবক দল হলেন মদিনার আনসারগণ, আনসারদের সেবা, ত্যাগ ইতিহাসের কালজয়ী এক সোনালী অধ্যায়। শ্রেষ্ঠ ও নিরব স্বেচ্ছাসেবী হলেন নারীরা, তাঁরা পরিবার, সমাজ ও রাস্ট্রে সমানতালে মানব সেবায় অনন্য নজির স্থাপন করেন। এখন দেশে সকলেই সেবক হতে চায়, প্রকৃত সেবক ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক মাওলানা ভাসানী । আগামীতে যদি প্রকৃত স্বেচ্ছাসেবকগণ দেশ সেবার সুযোগ পায় তাহলে দেশ, ইনসাফ ও সুশাসনের মাধ্যমে বৈসম্যহীন সোনার বাংলাদেশে পরিনত হবে। তিনি সকলকেই গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন।বিশেষ অতিথি হিসেবে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নাগরিক ভাবনার আহবায়ক, নজরুল ভাবুক ও রাজনৈতিক বিশ্লেষক ম হাবিবুর রহমান, লেখাক, গবেষক,সাংবাদিক ও শিক্ষাবিদ, নুরুজ্জামান ফিরোজ, ঠাকুরগাঁও জেলায় বিশিষ্ট পরিবেশ কর্মী এ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ ইকবাল, ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড প্রবাসী স্বেচ্ছাসেবক ও রেমিট্যান্স যোদ্ধা হোসাইন মোহাম্মদ আলমগীর, ইরাক প্রবাসী স্বেচ্ছাসেবক ও বিশিষ্ট রেমিট্যান্স যোদ্ধা মোঃ জাকারিয়া, কানাডা প্রবাসী স্বেচ্ছাসেবক ও রেমিট্যান্স যোদ্ধা মোস্তফা কামাল পলাশ। আরও উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ড এর চেয়ারম্যান মানবাধিকার ব্যাক্তিত্ব সোহেল আহমেদ মৃধা, মেধালয় ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজিদুল ইসলাম, পরিবেশবিদ ড. রুহুল আমিন চৌধুরী,অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক লায়ন আবুল কালাম আজাদ, সহ প্রধান স্বেচ্ছাসেবক এডভোকেট সুপ্রাণ হোসেন, সহ প্রধান স্বেচ্ছাসেবক এড সোহেল রাজা, এড. শরিফুজ্জামান আজাদ. এড সাইফুল ইসলাম, এড সাবিনা ইয়াসমিন, এড খালিদ হোসেন, কামরুজ্জামান,সাংবাদিক তৌহিদুর রহমান মোল্লা, লিয়াকত আলী তালুকদার, এস এম বেলাল , খাতুনে জান্নাত, সোহেল আহমেদ প্রেম, শফিকুল ইসলাম, নাজমুল আলম, সুবর্ণা আকতার, ইন্জিনিয়ার শহীদ আক্তার উজ্জ্বল, ইন্জিনিয়ার ফখরুল ইসলাম, মো মনির, আমীর আলী ফকির, আমিনুল ইসলাম সোহান, শফিকুল ইসলাম, কাজী হুমায়ুন কবির, এ এইচ কবির, মো কায়সার,অজিফা, সাদিয়া ইসলাম, উজ্জ্বল শেখ, সোনা মিয়া সহ বাংলাদেশের ৮টি বিভাগ,জেলা,উপজেলার শতাধিক নেতৃবৃন্ধ।উক্ত অনুষ্ঠানে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু বকর ছিদ্দিক এবং শুভেচ্ছা স্মারক হিসেবে মাননীয় বিচারপতিকে, দেশীয় জাতের নিমের চারা উপহার দেন, সেই সাথে মাননীয় বিচারক নিজেকেও একজন সেচ্ছাসেবী হিসেবে পরিচয় দেন।পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ কার চকবাজার শাহী মসজিদের সাবেক ইমাম ও খতিব মো আইয়ুব আলী।অনুষ্ঠানের শুরুতে সকল সদস্য ও অতিথিবৃন্দ মিলে "সেচ্ছাসেবা প্রতিশ্রুতি স্মারক"উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এর সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী, পুরানা পল্টন - জাতীয় প্রেসক্লাব হয়ে, আবার ফটোজার্নালিস্ট এর সামনে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সম্মানিত অতিথি ও । আলোচনা সভা শেষে ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ঠাকুরগাঁও জেলার পরিবেশ কর্মী এডভোকেট জাহিদ ইকবাল, ইরাক প্রবাসী স্বেচ্ছাসেবক মো জাকারিয়া, এড শরীফুজজামান আজাদ, সুবর্না আকতার, ভলেন্টিয়ার্স স্টার এ্যাওয়ার্ড ২৫ পেয়েছেন।বর্ষ সের হয়েছেন আনেহলা ইউনিয়ন সহ প্রধান উজ্জ্বল শেখ।সভায় বক্তারা বলেন আজ ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। স্বেচ্ছাসেবার মাধ্যমে মানবিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির গুরুত্ব তুলে ধরতেই এ দিনটি প্রতি বছর উদযাপন করা হয়। ২০২৫ সালের প্রতিপাদ্য ঘোষণা করা হয়েছে ‘প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ’। জাতিসংঘের সাধারণ পরিষদের রেজোলিউশন অনুযায়ী ২০২৬ সালকে টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী এই উদ্যোগের লক্ষ্য স্বেচ্ছাসেবার ভূমিকা আরও শক্তিশালীভাবে তুলে ধরা এবং জাতীয় উন্নয়ন কৌশলে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা বাড়ানো। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্বেচ্ছাসেবার প্রয়োজনীয়তাকেও নতুনভাবে গু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত