প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৯:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৬:৫১ এ.এম
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দাকোপে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপে বিএনপি চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দাকোপ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। দোয়া মাহফিলে নেতাকর্মীরা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা জাতির জন্য আশীর্বাদস্বরূপ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, সাবেক চালনা পৌরসভা বিএনপির সদস্য সচিব আল আমিন সানা, বিএনপি নেতা আইয়ুব আলী কাজী, এস এম ফয়সাল, সঞ্জয় কুমার সাহা, জুলফিকার আলী জুলু, মোয়াজ্জেম মোল্লা, জাবেদ শেখ, রনি রায়, সোহেল কাজী, হাসমত খলিফা, বাপ্পি কাজী, রবিউল ইসলাম মনা, তারেক গাজী, ইকরামুল শেখ, রুম্মন গাজী প্রমুখ। সকলেই দেশনেত্রীর শারীরিক অবস্থার উন্নতি ও জাতীয় রাজনীতিতে তাঁর সক্রিয় প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। নেতাকর্মীরা আরো বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, যা গণতন্ত্রপ্রেমী মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। দোয়া শেষে দেশনেত্রীর রোগমুক্তি, দেশের কল্যাণ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত