পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রসেস সার্ভারের মর্মান্তিক মৃত্যু
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
-
১
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মোঃ ফরহাদ ফেরদৌস
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আটোয়ারী উপজেলা প্রশাসনে কর্মরত প্রসেস সার্ভার আনারুল ইসলাম (বয়স প্রায় ৩৫) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আজ ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকালে পঞ্চগড় ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনারুল ইসলাম মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে এক কানে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। এমন সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি সড়কের ওপর পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। সহকর্মীরা জানান, আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে আটোয়ারী উপজেলা প্রশাসনের একজন সৎ ও পরিশ্রমী কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুর খবরে পরিবারসহ পুরো উপজেলা প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে।পঞ্চগড় সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন