প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৫:০৩ পি.এম
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার : সালমা
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বাদ মাগরিব সদর প্রেসক্লাবের আরশীনগর কার্যালয়ে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখা এ আয়োজন করে।
সংগঠনের জেলা সভাপতি ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবিএম আজরাফ টিপু, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুলাই বীর তৌহিদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ফারুক মিয়া, মাসুম ভুঁইয়া, বেলাল হোসেন মানিকসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এ ছাড়া নরসিংদী সদর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ডা. শরীফ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন সরকার এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ নুরুজ্জামান পিটু, মঈন উদ্দিন সরকার, নিরন মিয়া, ইউসুফ ভুঁইয়া, জাকির ও (সালমা নরসিংদী জেলা জিসাসের মহিল বিষয়ক সম্পাদিকা ) উপস্থিত ছিলেন ।বক্তারা বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। নেত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে তারা দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত