বাকৃবিতে পশুপালন অনুষদীয় ইন্টার্নশীপ প্রোগ্রামের ২১তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
-
৮
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো. আল-আমীন আহমেদ, ময়মনসিংহ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের বি.এসসি.এ.এইচ (অনার্স) শিক্ষার্থীদের ইন্টার্নশীপ প্রোগ্রামের ২১তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ড. শাকিলা ফারুক, মহাপরিচালক, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান এবং মো. জাহিদুল ইসলাম, পরিচালক ও সিইও, বাংলা ইউকে এগ্রো প্রোডাক্টস লিমিটেড।
পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর তানভির আহমেদ ও জেসমিন আক্তার বৃষ্টি’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট সেলের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. রুহুল আমিন। ইন্টার্নশীপ কার্যক্রমের ওপর তথ্যবহুল উপস্থাপনা করেন প্রফেসর ড. বাপন দে।
ইন্টার্নশীপ সম্পন্নকারী শিক্ষার্থী রুহুল ইমরান চৌধুরী ও শ্রাবণী রায় নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ড. সামসুল আলম ভূঁইয়া, প্রফেসর ড. আবুল হাশেম, প্রফেসর ড. মো. রকিবুল ইসলাম খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ইন্টার্নশীপ প্রোগ্রামের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাস্তবমুখী এ কার্যক্রম শিক্ষার্থীদের পেশাগত জীবনে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ করে তুলছে এবং দেশ-বিদেশে কর্মক্ষেত্রে সফলতার পরিচয় দিচ্ছে। তিনি আগামী বছর থেকে প্রত্যেক ইন্টার্নকে হাতে লিখে ইন্টার্নশীপ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছয় মাস মেয়াদি ১২ ক্রেডিটের এই ইন্টার্নশীপ প্রোগ্রামে চারটি কোর্সের মাধ্যমে ৩২ জন শিক্ষকের তত্ত্বাবধানে ২৯টি গ্রুপে মোট ১৬৯ জন শিক্ষার্থী কোর্স সম্পন্ন করেছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন