খুলনার দাকোপে মোঃ আসমত হোসেন ইউএনও কে বিদায় সংবর্ধনা দিল দাকোপ প্রেসক্লাব
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
-
২৬
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টোফ রিপোর্টার
খুলনার দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেনকে প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও মোঃ আসমত হোসেন। বিদায়ী ইউএনও মোঃ আসমত হোসেন তার বক্তব্যে বলেন, ‘এই উপজেলায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এখানের মানুষের সঙ্গে আত্মার বন্ধন তৈরি হয়েছে। সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে কাজ করতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত ও উপজেলার সাংবাদিক ভাইয়েরা সর্বাত্মক সহযোগিতা করেছেন এ সময় প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের কর্মিরা বক্তিৃতা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি আজগর হোসেন ছাব্বির, সাবেক সভাপতি গোবিন্দ বিশ্বাস, শিপন ভুইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, জুবায়ের রহমান লিংকন, রুহুল আমীন সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবর্ধনা প্রদানকালে সাংবাদিকরা ইউএনও মোঃ আসমত হোসেনের প্রশাসনিক দক্ষতা, দুণীতির বিরুদ্ধে দৃড় অবস্থান ও সাধারণ মানুষের প্রতি গভীর মানবিক দৃষ্টিভঙ্গির প্রশাংসা করেন। তাঁরা বলেন, স্বল্প সময়ের দায়িত্বকালেও তিনি দাকোপকে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের এক উজ্জ্বল উদাহরণে পরিণত করেছেন। প্রেসক্লাব এর পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন