প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৫:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৫:২৯ পি.এম
সুন্দরবনে ২০ বনদস্যু বাহিনীর দাপট, বনদস্যুদের তৎপরতায় আবারও অশান্ত হয়ে উঠেছে জেলে- বনজীবিদের জীবন
মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার
সুন্দরবনে ২০ বনদস্যু বাহিনীর দাপট, বনদস্যুদের তৎপরতায় আবারও অশান্ত হয়ে উঠেছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন,জেলে, বনজীবীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। ফলে বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে।সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার ৬ বছরের মাথায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা। নতুন করে বনদস্যুদের তৎপরতায় অশান্ত হয়ে উঠেছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। পুরনো আত্মসমর্পণকারী এবং নতুন ভাবে সংগঠিত দল মিলে অন্তত ২০টি বনদস্যু বাহিনী এখন সক্রিয়। এসব বনদস্যু দল জেলেদের অপহরণ করে আদায় করছে লাখ লাখ টাকা মুক্তিপণ। এতে জেলে, বনজীবীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। ফলে সুন্দরবন ও বঙ্গোপসাগর উপকূলজুড়ে বনদস্যু ভয়ে বিরাজ করছে থমথমে অবস্থা। গোটা সুন্দরবন বনদস্যুদের নিয়ন্ত্রণে থাকলেও পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকায় সামপ্রতিক সময়ে এদের আধিপত্য বেশি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত