1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হত্যাকাণ্ড: শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — মিয়া গোলাম পরওয়ার সৌদি আরব হাইল আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন ময়মনসিংহে ৬০ বছর বয়সী নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক ঝিনাইগাতীতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ খুলনার দাকোপে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

বাকৃবিতে মাৎস্য বিজ্ঞান অনুষদীয় শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো. আল-আমীন আহমেদ, ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের বি.এসসি ফিসারিজ (অনার্স) লেভেল-৪ সেমিস্টার-২, সেশন ২০১৯-২০ ব্যাচের শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার।

সহকারী প্রফেসর তামান্না তাবাচ্ছুম ও সালমান শাহরিয়ার নিবিড়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট সেলের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক। বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. তাসলিমা খানম। ইন্টার্নশীপ সম্পন্নকারী দুইজন শিক্ষার্থী তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং হ্যাচারি/ফিশ ফিড মিল মালিক সমিতির প্রতিনিধি।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের ইন্টার্নশীপ সফলভাবে সম্পন্ন করায় আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “এই ইন্টার্নশীপ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, “সারা পৃথিবীতে সুযোগের কোনো অভাব নেই। সেই সুযোগকে কাজে লাগাতে হবে—হাতছাড়া করা যাবে না।” তিনি মৎস্য খাতে সম্ভাবনার কথা উল্লেখ করে জানান যে বাকৃবি গ্র্যাজুয়েটদের দক্ষতার ইতোমধ্যে দেশ-বিদেশে সুনাম রয়েছে, যা ধরে রেখে আরও এগিয়ে যেতে হবে। পাশাপাশি ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে গবেষণা ও উদ্ভাবনী কাজে শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানান।

পরে ভাইস-চ্যান্সেলর তিনজন শিক্ষার্থীর মাঝে ডিনস অ্যাওয়ার্ড এবং ইন্টার্নশীপ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. মো: রুহুল আমীন, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: জোয়ার্দার ফারুক আহমেদ, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, আইএফএস পরিচালক প্রফেসর ড. মো: মোস্তফা ফারুক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দিন ভূইয়া, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীমসহ বিভিন্ন হ্যাচারি ও ফিশ ফিড কোম্পানির কর্মকর্তা এবং শিক্ষার্থী বৃন্দ।

উল্লেখ্য, তিন মাস মেয়াদি এই ইন্টার্নশীপ প্রোগ্রামে ১১টি গ্রুপে মোট ১০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট