মাহিন আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওসি শহীদুল ইসলামের ঘুষবানিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে সাংবাদিক মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ঘটনায় প্রধান উপদেষ্টার দপ্তর,স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, ও দুদকসহ মোট ১০ টি দপ্তরে ব্রাহ্মনবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক ও বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম কর্তৃক ক্ষমতার অপব্যবহার, দূর্নীতি এবং সাংবাদিককে হয়রানি প্রসঙ্গে করা এই লিখিত অভিযোগে সবিস্তারে অভিযোগকারী মেহেদী হাসান উল্লেখ করেন-
অতি সম্প্রতি ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর থানাধীন এলাকায় একটি মারামারির ঘটনা থামাতে গিয়ে প্রকাশ্যে পোশাকধারী অবস্থায় হামলার শিকার হয় উক্ত থানার দায়িত্বরত একজন উপ পরিদর্শকসহ আরো বেশ কয়েকজন পুলিশ সদস্য ( উক্ত ঘটনার ভিডিও আমাদের কাছে সংরক্ষিত আছে)। স্বভাবতই এ ঘটনায় পুলিশ এ্যাসল্ট এ্যাক্ট অনুযায়ী চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক এর পরোক্ষ নির্দেশনায় তার খাস লোক হিসেবে কুখ্যাতি পাওয়া বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ( বিপি নং- ৮১০৮১২৩৫৪৩) পুলিশের ওপর হামলাকারীদের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে উপরোক্ত ঘটনায় কোন মামলা নেননি। জনস্বার্থে এ বিষয়টি অনতিবিলম্বে আমলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক এবং বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলামের উল্লেখিত অপরাধের সুষ্ঠ তদন্ত,এবং অবৈধ সম্পদের অনুসন্ধান করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়েছে অভিযোগ পত্রে। একই সাথে এ বিষয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবার প্রস্ততি নেয়ার কথাও জানানো হয়েছে।