রবিউল হক বাবু:- ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে ৫ নং ফুলপুর ইউনিয়ন পরিষদ ১০ দিন অস্ত্র বিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণের ৯তম দিন প্রশিক্ষণ চলমান চিত্রে ক্লাস পরিদর্শন করেন জেলা কমান্ডেন্ট মোঃ রবিউল ইসলাম,জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ময়মনসিংহ।
আজ ২৬/১১/২০২৫ ইং রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় সদর ফুলপুর ৫ নং ইউনিয়ন পরিষদ হলরুমে ক্লাস পরিদর্শন ও ভিডিপি ক্লাস নিয়েছেন ময়মনসিংহ জেলা কমান্ডেন্ট মোঃ রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ওমর ফারুক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফুলপুর, ময়মনসিংহ, সুকেদা বেগম, আব্দুর রহমান সোহেল সহ অত্র ইউনিয়ন পরিষদ কার্যলয় ভিডিপির দলনেতা শফিকুল ইসলাম, দলনেত্রী লাকী সহ ভিডিপি প্রশিক্ষণার্থী প্রমুখ।
বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে আনসার ভিডিপি সদস্যদের সুসংগঠিত করা, দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা চেতনাকে আরও সুদৃঢ় করা। অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা আসন্ন জাতীয় নির্বাচন সহ জাতীয় যেকোন প্রয়োজনে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের বাস্তবমুখী অনুশীলন সম্পন্ন করে।তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। এছাড়া বক্তাদের দিকনির্দেশনামূলক সেশন প্রশিক্ষণার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলেছে। গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের সাথে বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ভূমিকা পালন এবং আসন্ন নির্বাচন ও অন্যান্য সরকারি বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করা হয়।