দাকোপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে র্যালি, সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন -স্টাফ রিপোর্টার
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদ হবে উন্নতি,আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্য বিষয়ককে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ পালন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগতিায় বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃক্তা ও প্রাণি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম এমদাদুল হক, এসআই মোনোয়ার হোসেন, উপজেলা জামায়েত ইসলামী বাংলাদেশ আমীর মওলানা আক্তারুজ্জামান, উপজেলা এসসিপি প্রধান সমন্বয়কারী এসএম এ রশিদ, উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলণের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডাঃ আমিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ শহিদুল্লাহ, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, পরিশখ্যান কর্মকর্তা শম্পা বিশ্বাস, দাকোপ প্রেসক্লাব সহ-সভাপিত আজগর হোসেন ছাব্বির, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা শামীমা আরা, মোঃ বোরহান উদ্দিন, আরিফুল ইসলাম, সনত কুমার রায়, সফল খামারী নিরাঞ্জন ঢালী, ফরিদা আক্তার প্রমুখ। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে মেলায় ২০টি বিভিন্ন প্রজাতির প্রাণির স্টাল প্রদর্শন করা হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন