ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে উন্নতির গতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদের পুরাতন চত্বর প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. টি. এম. ফয়জুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে বক্তারা বলেন, দেশীয় জাতের প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পশুপালন ব্যবস্থার আধুনিকীকরণ গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে। অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে অতিথিগণ সপ্তাহব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে প্রদর্শনীতে গবাদিপশু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি এবং বিভিন্ন আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তির সেবা স্টল প্রদর্শিত হয়। “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই স্লোগানকে সামনে রেখে পুরো সপ্তাহজুড়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
এবারের প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরির মোট ৩২টি স্টল বসে। দিনব্যাপী প্রদর্শনী উপভোগ করতে উপজেলার নানা শ্রেণিপেশার মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।