
বেলাল হোসেন ব্যুরো চিফ রাজশাহী
বিএনপির রাষ্ট্র সংস্কারভিত্তিক ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজশাহী মহানগর সাবেক যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে রাজশাহীর বিনোদপুর বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচি পরিচালিত হয়েছে রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর দিকনির্দেশনায়।
এ সময় তারা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে বিএনপির ঘোষিত পরিবর্তনের রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
লিফলেট বিতরণের সময় যুবদল নেতারা বলেন,
“৩১ দফা কর্মসূচি দেশের ভবিষ্যৎ রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র সংস্কার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহানগরের সাবেক যুবদলের আহ্বায়ক মুকুল হোসেন, সদস্য সচিব ফেরদৌস ওয়াহিদ রনি, সাবেক সহ-সভাপতি শাহনুর ইসলাম মিঠু, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ সাকু, মতিহার থানা সাবেক যুবদলের নেতা শাজাহান আলী, মতিহার থানার সাবেক যুবদল সাধারণ সম্পাদক সাজাহান -সহ রাজশাহী মহানগর সাবেক যুবদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।